মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০১:৩৪:২৫

ভারতকে জবাব দিতে পরমাণু অস্ত্র নিক্ষেপে দ্বিধা করবে না পাকিস্তান: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ভারতকে জবাব দিতে পরমাণু অস্ত্র নিক্ষেপে দ্বিধা করবে না পাকিস্তান: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, পাকিস্তান যদি মনে করে সে ভারতের কাছে হেরে যাচ্ছে, তাহলে সে তার পরমাণু অস্ত্র নিক্ষেপে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সোমবার স্থানীয় গণমাধ্যমকে তিনি এই কথা জানান।

তিনি বলেন, peace gesture’ হিসেবে পাকিস্তানের হাতে আটকে থাকা ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয়া হলেও, পাকিস্তান যে এতো সহজে হাল ছাড়বে না। 

তবে ভারতীয় সেনাদের প্রাণ নিয়ে শত্রুপক্ষ যে ছাড় পাবে না, সেই বার্তা খুব স্পষ্টভাবেই দিয়ে দিয়েছে ভারত বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে