মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ১২:২৩:৪৪

কাশ্মীরে রাত ১ টা নাগাদ শুরু হয় গুলির লড়াই

কাশ্মীরে রাত ১ টা নাগাদ শুরু হয় গুলির লড়াই

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি দমনে ফের এনকাউন্টারের পথে হাঁটল কাশ্মীরের নিরাপত্তারক্ষীরা।

সোমবার রাতের দিকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ট্রাল এলাকায় শুরু হয় এনকাউন্টার। শেষ পাওয়া খবর অনুসারে এক জঙ্গির মৃত্যু হয়েছে।

এনকাউন্টার শুরু হওয়ার পরেই জম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে বিষয়টি জানানো হয়। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টারের পরেও এলাকায় জঙ্গিদের উপস্থিতি অনুমান করে জওয়ানেরা। দীর্ঘক্ষণ ঘিরে রাখা হয় সমগ্র এলাকা। চলে চিরুনি তল্লাশি।

গত সপ্তাহেই কাশ্মীরে দীর্ঘক্ষণ এনকাউন্টার চালায় সেনা জওয়ানেরা। টানা ৬০ ঘন্টার গুলির লড়াইতে প্রাণ হারান পাঁচ জওয়ান সহ এক সাধারণ মানুষ। একই সঙ্গে ওই এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়। যাদের মধ্যে একজন লস্কর-ই-তৈয়বার সদস্য। অপরজন বিদেশি নাগরিক।

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ , তল্লাশি অভিযান শুরু হয় ওই এলাকায়৷ রাত্রে অতিরিক্ত আলো দিয়ে মুড়ে দেওয়া হয় এলাকা, যাতে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চোখে পড়ে৷ রাত ১ টা নাগাদ শুরু হয় গুলির লড়াই৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে