মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০৩:৫১:১২

ভারতের রাজস্থানে পাকিস্তান গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত

ভারতের রাজস্থানে পাকিস্তান গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে একটি পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী। গতকাল সোমবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি সুখোই-৩০এমকেআই জঙ্গি বিমান ড্রোনটি ভূপাতিত করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজস্থানের বিকানার শহরের কাছে ড্রোনটিকে গুলি করে নামানোর এ ঘটনা যদি সত্য হয় তাহলে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের দুটি ড্রোন ভূপাতিত করলো ভারত।

ড্রোনটি ভারতীয় রাডারে ধরা পড়ার পর সুখোই-৩০এমকেআই জঙ্গি বিমান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি গুজরাটের কচ্ছ অঞ্চলে আরেকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছিল এবং সেটি ভূপাতিত করতে ইসরায়েলের নকশা করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্পাইডার ক্ষেপণাস্ত্র পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।  

দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাজস্থানে পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার এ খবর এলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে