মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০৪:২২:৪১

পাকিস্তান-ভারত উত্তেজনা: এবার হুঁশিয়ারি দিল ইরান!

পাকিস্তান-ভারত উত্তেজনা: এবার হুঁশিয়ারি দিল ইরান!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-ভারত উত্তেজনা: এবার হুঁশিয়ারি দিল ইরান! ইরান সংসদের বিদেশ নীতি নির্ধারণ সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান হেশমাতোল্লাহ ফলাহাতপিশেহও জানিয়েছেন, তাঁরা পাকিস্তান সীমান্ত বরাবর পাঁচিল তৈরি করতে চান।

একা ভারতে রক্ষা নেই, এ বার ইরান দোসর। নিজেদের মাটিতে সন্ত্রাস বন্ধে উদ্যোগ না নিলে এ বার তারাই কড়া পদক্ষেপ করবে বলে পাকিস্তানকে শাসানি দিল ইরান। প্রসঙ্গত, পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় জেরবার ইরানও। পুলওয়ামা হামলার ঠিক একদিন আগে ইরানেও সেদেশের সেনাবাহিনীর উপরে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। সেই ঘটনায় প্রাণ হারান ইরানের সাতাশজন সেনা। 

এবারে তাই ভারতের মতো ইরানেরও ধৈর্য্যের বাধ ভেঙেছে। ইরানের আইআরজিসি কুদস ফোর্সেস-এর সর্বোচ্চ কম্যান্ডার জেনারেল কোয়াসেম সুলেইমানি পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারির সুরে প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘‘পাক সরকারের উদ্দেশে আমার একটাই প্রশ্ন— আপনারা কোন দিকে এগোচ্ছেন? প্রত্যেক প্রতিবেশীর সীমান্তে আপনারা অস্থিরতা তৈরি করেছেন। এমন একটি প্রতিবেশী দেশও কি বাকি আছে, যাদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে আপনারা বাকি রেখেছেন!’’

কটাক্ষের সুরে তিনি আরও বলেছেন, ‘‘যে দেশের হাতে পরমাণু বোমা রয়েছে, তারা হাজার হাজার জঙ্গি নিয়ে চলা জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করতে পারছে না?’’ একই সঙ্গে ইরানের ধৈর্য্যের পরীক্ষা না নেওয়ার জন্যও পাকিস্তানকে সতর্ক করেছেন তিনি। 

গত কয়েক বছরে ভারত এবং ইরান হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে। দু’ দেশের বিদেশমন্ত্রকেরও এ নিয়ে আলোচনায় বসার কথা। ভারতের বিদেশসচিব বিজয় গোখলেরও চলতি সপ্তাহের শেষে ইরান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতি এবং সীমান্তে উত্তেজনার কারণে সেই সফর বাতিল হয়েছে। 

ইরান সংসদের বিদেশ নীতি নির্ধারণ সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান হেশমাতোল্লাহ ফলাহাতপিশেহও জানিয়েছেন, তাঁরা পাকিস্তান সীমান্ত বরাবর পাঁচিল তৈরি করতে চান। শুধু তাই নয়, পাকিস্তান ইরানের মাটিতে সন্ত্রাস বন্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে তারাই উপযুক্ত পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফলাহাতপিশেহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে