মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ০৫:৩১:২৭

ট্রাম্পের স্ট্র্যাটেজি; ভারতের পাশ থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র!

ট্রাম্পের স্ট্র্যাটেজি; ভারতের পাশ থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে ভারতের পাশ থেকে সরে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স-এর তালিকা থেকে ভারতের নাম সরিয়ে নেওয়া হচ্ছে- এমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সুবিধাভোগের মর্যাদা হারাতে চলেছে ভারত।

জিএসপি অর্থাত্‍ জিরো ট্যারিফ পলিসিতে ভারত রপ্তানিতে ছাড় পেত। ১৯৭০ - এর দশক থেকে এটি চলে আসছে। কিন্তু বর্তমানে সেই সুযোগ বন্ধ হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ' ভারত সরকার এবং জাতিসংঘের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভারত ও আমেরিকার বৈঠকে দেশের বাজারে প্রবেশ নিয়ে ভারত আমেরিকাকে আশ্বস্ত করতে পারেনি।'

জিএসপি প্রোগ্রামে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলির মধ্যে অন্যতম ভারত। এখন আমেরিকার তরফে এই পদক্ষেপ নয়াদিল্লির কাছে বড় ধাক্কা। সামনের লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। 

জঙ্গি হামলার প্রতিবাদে আমেরিকা ভারতের পাশে দাঁড়িয়েছিল কিন্তু বর্তমানে তাদের এই পদক্ষেপ বড় ধাক্কা দিয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের রপ্তানি বাণিজ্যে বড় আঘাত আসছে বলে অনুমান। এখন ভারত কি পদক্ষেপ নেয় তাই দেখার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে