মঙ্গলবার, ০৫ মার্চ, ২০১৯, ১১:৪৮:৩৭

প্রতিরক্ষা খাতে চীনের এই এক সিদ্ধান্তে দুশ্চিন্তায় ভারত

প্রতিরক্ষা খাতে চীনের এই এক সিদ্ধান্তে দুশ্চিন্তায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। জঙ্গি হামলার জবাব ভারত দিলেও, পানি যে আরও বহুদূর গড়াতে পারে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলি যেন তারই ইঙ্গিত দিচ্ছে।

আর এসবের মাঝেই এবার পাকিস্তানের মিত্র চীন তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও গুছিয়ে নিতে বাজেট বৃদ্ধি করছে বলে জানা গিয়েছে। ফলে চিন্তা বেড়েছে ভারতের।

ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর বলছে, ২০১৯-এ চীন তার প্রতিরক্ষা খাতে ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছে। ন্যাশনালস পিপলস কংগ্রেস বাজেট রিপোর্টে এই বিষয়ে জানিয়েছে। চলতি বছরে চীন ১.১৯ লক্ষ কোটি ইউয়ান প্রতিরক্ষা বাজেট পেশ করেছে। ২০১৮ সালে এই বাজেটেই ৮.১ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৬ থেকে চীন তার প্রতিরক্ষা বাজেট অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে বাড়িয়েই যাচ্ছে। এই বাজেট ২০১৬ সালে ৭.৬ শতাংশ, ২০১৭ সালে ৭ শতাংশ, ২০১৮ সালে ৮.১ শতাংশ বৃদ্ধি করে চীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে