বুধবার, ০৬ মার্চ, ২০১৯, ০৫:৫৩:১০

আমার একটাই ধর্ম, সেটা হল মানবিকতা : মমতা ব্যানার্জী

আমার একটাই ধর্ম, সেটা হল মানবিকতা : মমতা ব্যানার্জী

আান্তর্জাতিক ডেস্ক : ফের একবার মোদি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়ার ডোমজুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মোদি সরকারকে ফের তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, মানবতা ছাড়া তিনি যে অন্য কোনও ধর্মে বিশ্বাস করেন না, সেটাও পরিস্কার করে জানিয়ে দিলেন। 

মমতা বলেন, 'কেন্দ্রীয় সরকারের এক্সপায়েরি ডেট আসন্ন। ভোট আসছে, তাই মোদি সরকার দেশে বিভাজনের রাজনীতি করছে। তথ্য বিকৃতির চেষ্টা করছে। এখন খালি বন্দুক, বোমা, মিসাইল দেখাচ্ছে। একটা কথা পরিস্কার করে জানাতে চাই, আমরা সেনার সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, সভ্যতা-শিক্ষা-সংস্কৃতির সঙ্গে আছি। কিন্তু মোদিবাবুর সঙ্গে নেই। মোদি-অমিত শাহ গেলে দেশ বেঁচে যাবে।‌' 

এরপরই তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, '‌বিজেপি কর্মীরা গুগলে সার্চ করে জানতে চাইছে, আমার ধর্ম কী? তাদের একটা কথা বলে দিতে চাই, আমার একটাই ধর্ম। আর সেটা হল মানবিকতা।‌' এদিনের বক্তৃতায় একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, নতুন করে তিন একর জমিতে স্বাস্থ্যভবন তৈরি হবে। আর সেটা হবে নবান্নের পিছনের জমিতে।

এছাড়া তিনি আরও বলেন, '‌রাজ্যে ৩০টি হেলিপ্যাড তৈরি হয়েছে। মালদা, কোচবিহার, বালুরঘাট, অন্ডালে বিমানবন্দর তৈরি হয়েছে। আগামিদিনে পুরুলিয়াতেও একটি বিমানবন্দর তৈরি করা হবে। আমাদের কন্যাশ্রী প্রকল্প এখন বিশ্বে সেরার তকমা পেয়েছে।

পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কৃষিজমিতে খাজনা নেই। ১৯৪৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যে ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। আর গত সাড়ে সাত বছরে ২৯টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি আমরা। আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।

কেন্দ্র তো খালি মিথ্যে কথা বলে। কেন্দ্রের টাকা আমরা নিই না। আর ওরা কোনও কিছুতে টাকা দেয়ও না। অথচ সমালোচকরা এই উন্নয়ন চোখে দেখতে পাচ্ছেন না।

এত কাজ করার পরও বলবেন, মা, মাটি, মানুষের সরকার কোনও কাজ করছে না। অথচ আজ কলকাতা পুরো পাল্টে গেছে।' এরপর কর্মসংস্থান প্রসঙ্গেও মোদিকে বিদ্ধ করেন তিনি। বলেন, 'সারা ভারতবর্ষ জুড়ে যখন নোটবন্দি হয়েছিল তখন আমিই নোটবন্দিকে প্রথম খারাপ বলেছিলাম।

‌নোটবন্দির পর থেকে ২ কোটি ছেলেমেয়ে চাকরি হারিয়েছে। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। আর বাংলা সেখানে কর্মসংস্থানে সেরা। একশ দিনের কাজে আমরা সবার থেকে এগিয়ে। এখনও পর্যন্ত বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।'‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে