বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ০৫:২৩:০৭

আইএসআইকে ব্যবহার করে ভারতে হামলা চালায় জইশ : মোশাররফ

আইএসআইকে ব্যবহার করে ভারতে হামলা চালায় জইশ : মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বুধবার বলেছেন, জইশ-ই-মোহাম্মদ একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তার দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই এটিকে ব্যবহার করে ভারতে হামলা চালিয়েছিল। তার শাসনামলে এ ঘটনা ঘটেছিল। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ।

হাম নিউজের টকশোতে পাকিস্তানি সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ এসব কথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন, এ জঙ্গি গোষ্ঠী তাকে দুই বার হত্যা করারও চেষ্টা চালিয়েছিল। 

তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি নিজের শাসনামলে এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেননি। তার উত্তরে পারভেজ মোশাররফ বলেন, তখন সময় ভিন্ন ছিল। এ খবর জানিয়েছে এনডিটিভি।

ধারণা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছিল মাসুদ আজহার নেতৃত্বাধীন জইশ-ই-মোহাম্মদ। ওই হামলায় ভারতের কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর ৪০ সৈন্যের মৃত্যু হয়। 

ওই হামলার পর জইশ-ই-মোহাম্মদ সংগঠনটির জঙ্গিদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। মাসুদ আজহারের ছেলে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হাফিজ সাঈদের সংগঠন জামাত-উদ-দাওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে