বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ০৬:৫১:৫৪

৬টি এফ-১৬ পাক বিমানের সঙ্গে একাই লড়েছে অভিনন্দনের মিগ-২১

৬টি এফ-১৬ পাক বিমানের সঙ্গে একাই লড়েছে অভিনন্দনের মিগ-২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের হোরণ গ্রাম। এই গ্রামে ভারতীয় সেনার উইং কমান্ডর অভিনন্দন প্যারাশুট দিয়ে ঝাঁপ মারে। এই গ্রাম পাহাড়ের মধ্যে অবস্থিত। এখানকার রাস্তা ঘাট বাঁকা।

এই গ্রাম থেকে প্রায় ২৫০ মিটারের দুরত্বে পাকিস্তানের বিমানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অভিনন্দনের বিমান ক্র্যাশ করে।  বিমান ক্র্যাশ হতেই এই গ্রামের একটি পাহাড়ে প্যারাশুট দিয়ে নামে সে। 'আজতক' সংবাদমাধ্যেমের খবর অনুযায়ী এই গ্রামের প্রত্যক্ষদর্শীরা অভিনন্দনকে পাহাড়ে নামতে দেখেন। 

অভিনন্দনের বিমান ক্র্যাশ হওয়ায় পুরো গ্রাম কেঁপে ওঠে। বিমানটি পড়তেই এলাকার গাছ-পালা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার এতদিন পরেও সেই দিনের ঘটনার প্রমাণ এই জায়গায় দেখা যাচ্ছে বলে এই সংবাদমাধ্যমটি দাবি করে।

এই খবরের অনুয়ায়ী জানা যাচ্ছে গ্রামের এই বাসিন্দা কামরান আকাশের এই যুদ্ধের প্রত্যক্ষ করেছিল সেইদিন। ২৭শে ফেব্রুয়ারি সকাল ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ এই দৃশ্য আকাশে দেখতে পায় সে বলে দাবি এই সংবাদ মাধ্যমের। কামরান জানায় কমপক্ষে ৬টি বিমান অন্য একটি বিমানকে ঘিরে ফেলার চেষ্টা করছিল। 

এই বিমানটি পাহাড়ের পিছন দিক থেকে এসেছিল বলে দাবি। অভিনন্দন এই ৬টি বিমানের সঙ্গে একাই লড়ছিল বলে জানায় সে। তার সামনেই অভিনন্দন প্যারাশুটের সাহায্যে নিচে নামে। অভিনন্দন জানত না সে শত্রু দেশের মাটিতে নেমেছেন।

প্রত্যক্ষদর্শী এই সংবাদমাধ্যমকে জানায় সে একজন ব্যক্তিকে প্যারাশুটের সাহায্যে নামতে দেখে। তার কাছে যাওয়া সম্ভব হয়নি। তার কারণ সেই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এই এলাকার বাসিন্দারা বুঝে গিয়েছিল এই ব্যক্তি ভারতীয়।

তবে পাকিস্তানি সেনার মতো এই এলাকার বাসিন্দারাও সেই ব্যক্তিকে ঘিরে ফেলতে চাইছিল বলে জানায় কামরান। তাই তারা অভিনন্দনকে মিথ্যা বলে যে এই এলাকা ভারতের মধ্যে। সে জানায় অভিনন্দন তাদের কাছে জল চায়। মোবাইলও চান।

কামরান জানায় তারা অভিনন্দনকে অস্ত্র ফেলতে বলে। অস্ত্র ফেলে দিলে তারা অভিনন্দনকে জল এবং মোবাইল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি বলেন তার কোমরে খুব যন্ত্রনা হচ্ছিল। অভিনন্দনকে তারা বলেন তাকে হাসপাতালে চিকিত্‍সার জন্য নিয়ে যাওয়া হবে। 

তারপর অভিনন্দন জিজ্ঞাশা করে এই এলাকা ভারতে নাকি পাকিস্তানে বলে কামরান এই সংবাদমাধ্যমকে জানায়। তারা উত্তরে মিথ্যা বলে। অভিনন্দনকে এই এলাকার বাসিন্দারা বলে এই জায়গা ভারতের মধ্যে। তবে তাদের এই চাল অভিনন্দন বুঝে যায়। 

তাদের চাল বানছাল করতে অভিনন্দন ভারত মাতা কি জয় বলে ওঠে। অভিনন্দন পাকিস্তানের মাটিতে রয়েছে বুঝতে পেরেই সে প্রথমে ৩-৪টা নথিপত্র বের করে চিবিয়ে ফেলে। যেগুলিতে ভারতীয় বিমান সেনার গুরুত্বপুর্ণ তথ্য ছিল। 

পাকিস্তানিরা বুঝে যায় যে অভিনন্দন তাদের মিথ্যে ধরে ফেলেছে। তারপরেও তারা তার কাছে যাওয়ার সাহস পাইনা। তার কারন অভিনন্দনের কাছে আগ্নেযাস্ত্র ছিল। তাবে হাত থেকে অস্ত্র ফেলতেই তাকে তারা করে এই ভিড়।

প্রত্যক্ষদর্শী জানায় অভিনন্দনের পায়ের কাছে গুলি মারে এই ভিড় থেকে কেউ। তার পরে সে পাসের একটি পুকুরে ঝাঁপ মারে। এই এলাকা থেকেই পাকিস্তানি সেনা তাকে ধরে নিয়ে যায়। এই খবর পাকিস্তানে আগুনের মতো ছড়িয়ে পরে। সেনা প্রাথমিকভাবে এই খবর অর্ধেক পায়। সেই কারনে পাকিস্তানি সেনা প্রথমে বলে দুই জন ভারতীয় পায়লট ধরা পরেছে। তবে তারা শুধু অভিনন্দনকেই ধরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে