বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ০৭:০৬:৩৪

‘ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন রাহুল গান্ধী’

‘ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন রাহুল গান্ধী’

নিউজ ডেস্ক : ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন দেশটির আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। রাহুলের রাফাল বিমান চুক্তি সংক্রান্ত অভিযোগকে ইতিমধ্যে বিজেপির তরফে ‘ভিত্তিহীন ও লজ্জাজনক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‌পাকিস্তান যদি রাফাল চুক্তিকে স্বীকৃতি দেয়, তা হলেই উনি সে কথা শুনবেন। উনি তো ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিনি আরো জানান, শুধু একটি বাইপাস সার্জারি করতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই সার্জারি করেই তিনি রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত যাবতীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলেছিলেন। গায়েব করেছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এই অভিযোগ করেছেন। তার দাবি, রাফাল কাণ্ডে তদন্ত হোক প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও।

৩৬টি রাফাল বিমান ক্রয়ের ক্ষেত্রে মোদী সরকারের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আমি আর নতুন করে কোনও অভিযোগ-টভিযোগ করতে চাই না। আর কিছু বলার নেই আমার। ওই সব নথিপত্রের ব্যাপারে সরকারের তরফেই তো সব কিছু বলে দেওয়া হয়েছে।’ 

সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, রাফাল সংক্রান্ত যাবতীয় গোপন সরকারি নথিপত্র ‘চুরি’ হয়ে গিয়েছে। কোনও ‘নকল’ জিনিস তো আর চুরি হয় না উল্লেখ করে রাহুল বলেন, ‘সরকারের তরফে আদালতে দেওয়া ওই বিবৃতিতেই স্পষ্ট সংশ্লিষ্ট নথিপত্রগুলি ভুতুড়ে ছিল না। সেখানে প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) নাম রয়েছে। রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কী ভূমিকা ছিল, তারও উল্লেখ রয়েছে। সেগুলি চুরি হয়ে গিয়েছে বলে সরকারই জানিয়েছে। ফলে সেই সব নথি নিয়ে আর কোনও সন্দেহ, সংশয় থাকল না। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ফলে, অন্যরা অভিযুক্ত হলে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও অভিযুক্ত হতে হবে।’

রাহুলের আরও অভিযোগ, ‘শিল্পপতি অনিল অম্বানীকে বড় সুযোগসুবিধা পাইয়ে দিতেই রাফাল কেনা নিয়ে টালবাহানা চলছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে