বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ০৮:১৪:৫০

যুবরাজের ‘বিশেষ বার্তা’ নিয়ে পাকিস্তানে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুবরাজের ‘বিশেষ বার্তা’ নিয়ে পাকিস্তানে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের একদিনের বিশেষ সফরে পাকিস্তান এসেছেন। বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে তিনি পাকিস্তানে পৌঁছান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশীর সঙ্গে চলমান পাক-ভারত পরিস্থিতি বিষয়ে তিনি কথা বলবেন। এ বিষয়ে পাকিস্তানকে সৌদি সরকার ও বিশেষত সৌদি যুবরাজের বিশেষ বার্তা দেবেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী জানিয়েছিলেন, চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান আসছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফর গত সপ্তাহে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পেছানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে, তা নিরসনে সৌদি সরকার বিশেষ ভুমিকা রাখতে চায়। সংকটের শুরু থেকেই আমরা শান্তি ও নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকার একটি সুন্দর কূটনৈতিক পলিসি অবলম্বন করেছে। আমরা সৌদি সরকারের বিশেষ এ দূতকে সব বিষয় অবহিত করবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে