বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ১১:৫৪:০৭

ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ

ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির নরেন্দ্র মোদিকে টেক্কা দিয়ে সবার আগে প্রার্থী ঘোষণা করে দিলেন কংগ্রেসের রাহুল গাঁন্ধী। সব জল্পনা মুছে জানিয়ে দিলেন, সনিয়া গাঁন্ধী লড়বেন রায়বরেলী থেকেই। আর রাহুল নিজে প্রার্থী হবেন অমেঠীতেই। 

ভোট ঘোষণা হতে এখনও কয়েক দিন বাকি। বিজেপি আজ শুক্রবার দলের সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে। যেখানে আলোচনা হওয়ার কথা ৭৫ বছরের উপরের নেতাকে প্রার্থী করা হবে কি না। কিন্তু তার আগেই আজ রাতে সনিয়ার বাড়িতে কংগ্রেসের বৈঠকের পর ১৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলা হয়। 

যার মধ্যে উত্তরপ্রদেশের ১১ জন, গুজরাতের ৪ জন। বাকি কোনও দল যখন এখনও এক জনও প্রার্থী ঘোষণা করতে পারেনি, তখন দৌড়ে এগিয়ে রইলেন রাহুল। শুধু তাই নয়, অমেঠী-রায়বরেলী-সহ উত্তরপ্রদেশের ১১ জন প্রার্থী ঘোষণা করেও মায়াবতী ও অখিলেশকে বুঝিয়ে দিলেন, তাদের ভরসায় আর বসে নেই তিনি। একার জোরেই কংগ্রেস লড়তে প্রস্তুত। 

কংগ্রেসে অনেক দিন ধরেই জল্পনা চলছিল, অসুস্থতার কারণে সনিয়া এ বারে ভোটে লড়বেন কি না। প্রিয়াঙ্কা গাঁন্ধী সক্রিয় রাজনীতিতে আসার পরও জল্পনা বাড়ে, তা হলে কী রায়বরেলী থেকে সনিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা প্রার্থী হচ্ছেন? কিন্তু লখনউ গিয়ে প্রিয়াঙ্কা নিজেই দলের কিছু কর্মীকে জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রার্থী হচ্ছেন না। যদিও এখনও দলের অনেকে চান প্রিয়াঙ্কাকে প্রার্থী করতে।

কংগ্রেসের এক নেতা বললেন, ‘যে ভাবে স্মৃতি ইরানিকে অমেঠীতে গত পাঁচ বছর ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি, তারপর অনেকে রাহুলকে আসন বদলের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাহুল সাফ জানিয়ে দিয়েছিলেন, তাতে বিজেপির প্রচারের সুবিধা হবে। রাহুল আজ নিজের কেন্দ্র অমেঠীতে ও মাকে রায়বরেলী থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিলেন, ভোটের রাশ তার হাতেই রাখবেন।’

উত্তরপ্রদেশের এই দুই কেন্দ্র ছাড়াও সহারানপুর থেকে ইমরান মাসুদ, ধাওরাহা থেকে জিতিন প্রসাদ, উন্নাওয়ে অনু টন্ডন, ফারুকাবাদে সালমান খুরশিদ, কুশীনগরে আর পি এন সিংহের মতো নেতাদের প্রার্থী করা হয়েছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে