শুক্রবার, ০৮ মার্চ, ২০১৯, ০৩:১৪:২৬

'নজর রাখছি, আশা করি হতাশ হবো না'

'নজর রাখছি, আশা করি হতাশ হবো না'

আন্তর্জাতিক ডেস্ক: পারমাবিক ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আলোচনাও শুরু করেছেন দুই দেশের সর্বোচ্চ নেতারা। আর এসবের মধ্যেই উত্তর কোরিয়ার দূর-পাল্লার একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, হ্যানয় সম্মেলনে কোন সমঝোতা না হওয়ায় একটি পরীক্ষা কেন্দ্র আবারও প্রস্তুত করছে  পিয়ংইয়ং। স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক একথা জানান।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া নিশ্চিতভাবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণ করলে ‘হতাশ হবেন’। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন,‘যদি এটি ঘটে তাহলে আমি অত্যন্ত হতাশ হবো। এগুলো একেবারেই প্রাথমিক প্রতিবেদন। কিমের ব্যাপারে আমি অত্যন্ত হতাশ হবো, তবে আমাকে তা হতে হবে বলে মনে হয় না। কী ঘটে দেখবো আমরা। আমরা নজর রাখছি। অবশ্যই এর সমাধান হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে