আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই পরিবারের তিন প্রজন্মের মহিলা এবারে মাদ্রাসা বোর্ডের এসএসসি পরীক্ষা দিচ্ছেন। মা, মেয়ে ও নাতনি একই সঙ্গে বসেছেন এসএসসি পরীক্ষায়। এই পরিবারের তিন প্রজন্মের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ঘটনা এলাকার যেন নতুন অভিজ্ঞতা।
নদিয়া জেলার পলাশি থানার জানকিনগর মাধ্যমিক মাদ্রাসার ছাত্রী মা সাবিনা ইয়াসমিন, মেয়ে সাহানাজ খাতুন ও নাতনি মাসনুহার খাতুনের পরীক্ষাকেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর হাই মাদ্রাসায়।
মা সাবিনা ইয়াসমিন মুর্শিদাবাদ জেলার পলসন্ডা বারুইপুর হাই স্কুলে পড়াশোনা করতেন। বাল্য বয়সে বিয়ে হয়ে যাওয়ায় পড়া ছাড়তে বাধ্য হন তিনি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে শ্বশুরবাড়িতে এসে আর নতুন করে পড়াশোনা করা হয়ে ওঠেনি তার।
বর্তমানে পরিবারে দিনমজুর স্বামী এবং এক ছেলে ও এক মেয়ের সঙ্গে বসবাস সাবিনার। ছেলে কলেজে পড়াশোনা করে। বিভিন্ন কাজে যোগ দিতে গিয়ে বুঝতে পেরেছিলেন পড়াশুনাটা কতটা জরুরি। সাবিনা জানান, সুযোগ ছিল না এতদিন। নয়তো পড়াশুনার ইচ্ছে বরাবর ছিল।