শুক্রবার, ০৮ মার্চ, ২০১৯, ০৬:০৮:১০

ভারতীয় বিমান ভূপাতিত করা পাক-পাইলটদের পরিচয় প্রকাশ

ভারতীয় বিমান ভূপাতিত করা পাক-পাইলটদের পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের যে দুই পাইলট গত সপ্তাহে ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করেছেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার দেশটির পার্লামেন্টে বুধবার প্রথমবারের মতো ওই দুই পাইলটের পরিচয় প্রকাশ করেন।

তিনি জানান, স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকি এবং উইং কমান্ডার নুমান আলী খান বিমান দুটি ভূপাতিত করেন। ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশংকা প্রবল হয়।

২৭ ফেব্রুয়ারির ওই ঘটনায় ভারতের মিগ-২১’র পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। অভিনন্দনকে গত শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বুধবার দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তানি বিমান বাহিনী ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে।

মেহমুদ কোরেশি আরও বলেন, তিনি এ দুই পাইলটকে সম্মান জানাতে চান। এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেসরকারিভাবে সিদ্দিকির নাম আসছিল। -পার্স নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে