শনিবার, ০৯ মার্চ, ২০১৯, ১২:১০:৫৬

কাশ্মীরের বাড়ি থেকে ভারতীয় সেনা জওয়ানকে অপহরণ!

কাশ্মীরের বাড়ি থেকে ভারতীয় সেনা জওয়ানকে অপহরণ!

নয়া দিল্লী প্রতিনিধি : ভারতীয় সেনাবাহিনীর আরেকটি প্রতিবন্ধকতা। এবার জম্মু ও কাশ্মিরের বুদগম শহরে জঙ্গিদের দ্বারা এক সেনা জওয়ানকে অপহরণ করার খবর পাওয়া গেছে। 

ভারতীয় সংবাদ মধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কাশ্মিরের বুদগম শহরে নিজের বাড়ির ভেতর থেকে ওই সেনা জওয়ানকে অপহরণ করেছে জঙ্গিরা। অপহৃত সেনা জওয়ানের নাম মোহাম্মদ ইয়াসীন ভাট।

ইয়াসীন ভারতীয় সেনা জাকলি ইউনিটের সদস্য ছিলেন, তিনি নিজের বাড়িতে ছুটিতে ছিলেন। খবর পাওয়ার পর ভারতীয় বাহিনী এলাকাটি দখল করে রেখেছে।

সেনাবাহিনীর পাশাপাশি বিশেষ অপারেশন গ্রুপ এলাকা বন্ধ করে দিয়েছে। ইয়াসীনের পরিবারের সদস্যরা পুলিশকে জানান, যে তাকে একটি জঙ্গল এলাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে যা তার বাড়ির কয়েক কিলোমিটার দূরে। ২৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই সেনা সদস্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে