শনিবার, ০৯ মার্চ, ২০১৯, ০২:৪২:৫৫

'মোদি আর ইমরান খানের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে'

'মোদি আর ইমরান খানের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে'

আন্তর্জাতিক ডেস্ক:পুলওয়ামা জঙ্গি হামলা এবং তার পরবর্তী ঘটনাগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য বিকে হরিপ্রসাদ।

তিনি বলেন, মোদি এবং ইমরানের মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের ফসলই এমনটা। বৃহস্পতিবার রাফাল নিয়ে মোদিকে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। পরে রাহুলের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আর কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই হরিপ্রসাদ বলেন, পাকিস্তান এবং নরেন্দ্র মোদির মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে কি না সেটাও জানানো উচিত কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। যদি ওরা না জানত, তাহলে এই পুলওয়ামা হামলা হতো না। 

'হামলার পরবর্তী ঘটনাগুলোকে পরপর সাজালেই মনে হবে, নরেন্দ্র মোদি যেন পাকিস্তানের সঙ্গে আসলে ম্যাচ ফিক্সিং করেছেন।' এখানেই না থেমে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, 'জম্মু–কাশ্মীর প্রশাসন স্বীকার করেছে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার কারণেই পুলওয়ামার ঘটনাটি ঘটেছে। ওরা কেরল হাউসে গরুর মাংস খুঁজে পান অথচ ওরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বিস্ফোরক খুঁজে পান না। এতেই নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতা স্পষ্ট।' এরপরই দেশজুড়ে হরিপ্রসাদের এই বক্তব্যে ঝড় উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে