শনিবার, ০৯ মার্চ, ২০১৯, ০৪:১৪:৪৪

এবার আচমকা হানা দিয়ে ভারতীয় সৈন্যকে তুলে নিয়ে গেল

এবার আচমকা হানা দিয়ে ভারতীয় সৈন্যকে তুলে নিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক:  গত মাসে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকা জুড়েই যখন নিরাপত্তার তীব্র কড়াকড়ি চলছে, তেমন একটি সময়েই এই ঘটনাটি ঘটে গেল। এরপর ভারত এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে। কিন্তু পাকিস্তান এ দাবি অস্বীকার করে।

এদিকে, ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বাদগাম জেলা থেকে বিদ্রোহীরা এক সেনাকে তার বাড়ি থেকে অপহরণ করেছে। ওই সেনা সদস্য ছুটিতে নিজের বাড়ি এসেছিলেন।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যাবেলা এই ঘটনাটি ঘটে।

মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা জওয়ান এক মাসের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। তার বাড়ি বাদগামের কাজিপোরা চাদুরাতে। সে ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলম্যান হিসেবে কাজ করেন।

ইয়াসিন গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি আসেন। শুক্রবার সন্ধ্যাবেলা সশস্ত্র ব্যক্তিরা তার বাড়ি আচমকা হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায়। ভারতীয় সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই জওয়ানের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে