আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনে হাতে-হাত মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিজেপি ও এআইএডিএমকে। তামিলনাড়ুতে জয়ললিতার দলের সঙ্গে জোটের ঘোষণাও করে দিয়েছে মোদি-অমিত ব্রিগেড।
আর সেই সমঝোতা যে কতটা গভীরে পৌঁছেছে, তার প্রমাণ এলো শুক্রবার। যখন এআইএডিএমকের বিধায়ক কেটি রাজেন্দ্র বালাজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন। মোদিকে তিনি একেবারে ভারতের 'বাবা' বলে উল্লেখ করলেন।
তামিলনাড়ুতে জয়ললিতার দলের ওই বিধায়কের এই মন্তব্যে হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। তবে এখনও কেউ এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
তবে মোদীর প্রশংসা করতে গিয়ে এআইএডিএমকের ওই বিধায়ক টেনে এনেছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার নাম। দলের সঙ্গেও জুড়েছেন নরেন্দ্র মোদিকে।
কেটি রাজেন্দ্র বালাজির কথায়, ''আম্মা (জয়ললিতা) সব সময় নিজেই সিদ্ধান্ত নিতে। ফলে সিদ্ধান্তগুলি সব সময় আলাদা হয়। কিন্তু এখন আম্মার অবর্তমানে মোদিই আমাদের ড্যাডি। তিনিই আমাদের ড্যাডি, ভারতের ড্যাডি।''