শনিবার, ০৯ মার্চ, ২০১৯, ০৮:৩৫:৩৫

রবীন্দ্র নাথের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ১

রবীন্দ্র নাথের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক : রবীন্দ্র নাথের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার সল্টলেকের ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ তিন জন অপরিচিত ব্যক্তি ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ইট দিয়ে ভাঙছিল। তাদেরকে আটকাতে গেলে, দু’জন পালিয়ে যান ।  এক ব্যক্তি ধরা পড়ে যায়। তার নাম সুজয় মণ্ডল। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, সুজয়ের বাড়ি স্থানীয় দত্তাবাদে। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত জানান, এই ঘটনায় কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি একটি রাজনৈতিক দলের সমর্থক। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে