রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৩:০৩:৪৯

পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না: ইমরান খান

পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, 'পাকিস্তানের মাটি থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না। দেশটির সিন্ধুপ্রদেশের থর জেলায় এক জনসভায় তিনি আরও বলেন, 'পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ সব জাতি ও ধর্মের মানুষকে রক্ষার কথা বলতেন। আমাদের সরকারও সংখ্যালঘুদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না।' 

এদিকে, সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং পররাষ্ট্র সংক্রান্ত সাব-কমিটির চেয়ারম্যান অ্যামি বেরা। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যামি ক্যালিফর্নিয়া থেকে এই নিয়ে চার বার কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে অ্যামি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম উল্লেখ করে লিখেছেন,'পাকিস্তান সন্ত্রাস দমন অভিযান শুরু করলে মার্কিন কংগ্রেস তাদের পাশে থাকবে। এতে পাকিস্তানের অর্থনীতির হাল ফিরবে।' আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে