রবিবার, ১০ মার্চ, ২০১৯, ১২:০৪:৪৬

পদত্যাগ কংগ্রেস নেতার

পদত্যাগ কংগ্রেস নেতার

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সেনা বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দল। সেই ক্ষোভে পদত্যাগ করলেন কংগ্রেস নেতা।

কংগ্রেস ত্যাগ করা এই নেতার নাম বিনোদ শর্মা। শনিবার তিনি দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিহারের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন বিনোদ শর্মা। একই সঙ্গে দলেত মুখপাত্রের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

গত মাসের ১৪ তারিখে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। সেই ঘটনায় প্রাণ হারান ৪০ জনেরও বেশি জওয়ান। সেই ঘটনার পরে পাক ভূমিতে হামলা চালায় ভারতের বায়ুসেনা। একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় বলে জানানো হয় বায়ুসেনার পক্ষ থেকে।

ভারতের বায়ু সেনার অভিযান কি আদৌ হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে সেই অভিযানে কত জন জঙ্গি মারা গিয়েছে? এই ধরনের প্রশ্ন তোলেন একাধিক কংগ্রেস নেতা। সম্পূর্ণ বিষয়টি মোদী সরকারের রাজনৈতিক চাল বলেও অভিযোগ করেন একাধিক কংগ্রেস নেতা।

দলের নেতারা দেশের বায়ুসেনার কাছে অভিযানের প্রমাণ চাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেস নেতা বিনোদ শর্মা। তিনি বলেছেন, “ভারতের জাতীয় কংগ্রেসের সকল প্রাথমিক পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। জঙ্গি ঘাঁটিতে ভারতের বায়ুসেনার অভিযানের বিষয়ে দলের নেতাদের প্রশ্ন টলা আমার পছন্দ হয়নি। দলের এই অবস্থান আমি মেনে নিতে পারছি না।”

দেশের সেনাবাহিনীর কাজ নিয়ে কখনও প্রশ্ন তোলা উচিত নয় এবং সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি করা উচিত ন্য বলে দাবি করেছেন বিনোদ শর্মা। রাহুল গান্ধীও এই বিষয়ে একই অবস্থান নিয়ে জানিয়েছিলেন যে জাতীয় স্বার্থে এখন আমাদের একজোট হতে হবে। সেই বার্তা দলীয় নেতারা অমান্য করায় চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিনোদ শর্মা।

এয়ার স্ট্রাইকের ফলে লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে দাবি করেছিলেন কর্ণাটকের বিজেপি নেতা। ওই ধরনের মন্তব্যও কাম্য নয় বলে জানিয়েছেন সদয প্রাক্তন কংগ্রেস নেতা বিনোদ শর্মা।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে