রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৬:১৪:২১

৩২৬ যাত্রী নিয়ে তার্কিশ বিমানে প্রবল ঝাঁকুনি, অতঃপর..

৩২৬ যাত্রী নিয়ে তার্কিশ বিমানে প্রবল ঝাঁকুনি, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের আগে প্রতিকূল আবহাওয়ার কারণে অতিরিক্ত ঝাঁকুনিতে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের এক ক্রুসহ অন্তত ৩০ আরোহী গুরুতর আহত হয়েছেন। 

শনিবার এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর- রয়টার্স'র। কর্তৃপক্ষ জানায়, ইস্তাম্বুল থেকে ৩২৬ যাত্রী এবং ২১ ক্রু নিয়ে উড্ডয়নের পর নিউইয়র্কে অবতরণের প্রায় ৪৫ মিনিট আগে আটলান্টিক মহাসাগরের ওপর ভয়াবহ এয়ার টারবিউলেন্স বা ঝাঁকুনির কবলে পড়ে বিমানটি। তবে এ ঘটনার পরও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের এভিয়েশন ওয়েদার সেন্টার নিউ ইংল্যান্ডের আকাশে শনিবার সন্ধ্যায় ‘ভয়াবহ ঝাঁকুনি’হতে পারে বলে সতর্কতা জারি করেছিল।
এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তার্কিশ এয়ারলাইন্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে