মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০১:৪২:৩৮

সৌদি জোটের হামলা, নিহত ৩০

সৌদি জোটের হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় সৌদি জোটের হামলায় ৩০ বেসামরিক নিহত হয়েছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হচ্ছে না। ইয়েমেনে সৌদি বর্বরতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ দাবি করেছে হিজবুল্লাহ।

গত রোববার হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে কমপক্ষে ৩০ জন বেসামরিক নিহত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে