মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০৬:৩২:২৩

সংসদ নির্বাচনে মমতা ব্যানার্জীর ৪২ প্রার্থী ঘোষণা, লড়ছেন যে ৫ সুপারস্টার

সংসদ নির্বাচনে মমতা ব্যানার্জীর ৪২ প্রার্থী ঘোষণা, লড়ছেন যে ৫ সুপারস্টার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রার্থী চূড়ান্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তালিকায় স্থান পেয়েছে জনপ্রিয় ৫ জন অভিনেতা-অভিনেত্রী।

বাংলা সিনেমার তারকাদের মধ্য রয়েছে মিমি চক্রবর্তী, নূসরাত জাহান, দেব, ইন্দ্রানী হালদার, শতাব্দী রায়। তাপস পাল ও মুনমুন সেনকে বাদ দিয়েছে দলটি। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘নিউজ১৮’।

এতে বলা হয়েছে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণে মালা রায়, যাদবপুরে মিমি চক্রবর্তী, মথুরাপুরে চৌধুরি মোহন জাটুয়া, জয়নগরে প্রতিমা মন্ডল, বসিরহাটে নূসরাত জাহান, বারাসতে কাকলি ঘোষদস্তিদার, দমদমে সৌগত রায় এবং বিষ্ণুপুরে শ্যামল সাঁতরাকে প্রার্থী করেছে মমতার নেতৃত্বাধীন দলটি।

আরও বলা হয়েছে, বাঁকুড়ায় সুব্রত মুখার্জী, পুরুলিয়ায় ডঃ মৃগাঙ্ক মাহাতো, ঝাড়গ্রামে বীরবাহা সোরেন, মেদিনীপুরে মানস ভুঁইঞা, ঘাটালে দীপক অধিকারী (দেব), কাঁথিতে শিশির অধিকারী, তমলুকে দিব্যেন্দ্যু অধিকারী, আরামবাগে অপরূপা পোদ্দার, হুগলিতে ডঃ রত্না দে নাগ এবং শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।

গণমাধ্যমটি জানায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় ইদ্রিশ আলি, ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী, বনগাঁয় মমতাবালা ঠাকুর, আসানসোলে ইন্দ্রানী হালদার/জীতেন্দ্র তিওয়ারি, বোলপুরে অসিত মাল, বীরভূমে শতাব্দী রায়, বর্ধমান-দূর্গাপুরে ইন্দ্রাণী হালদার(সম্ভাব্য), বর্ধমানে-পূর্বে সুনীল কুমার মন্ডল, রানাঘাটে রুপালি বিশ্বাস এবং কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

এছাড়া বহরমপুরে অপূর্ব সরকার, মুর্শিদাবাদে আবু তাহের খান, জঙ্গিপুরে মোহাম্মদ সোহরাব, মালদহ দক্ষিণে ডঃ মোয়াজ্জম হুসেন, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর, বালুরঘাটে অর্পিতা ঘোষ, রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল, দার্জিলিংয়ে অমর সিং রাই, জলপাইগুড়িতে বিজয় চন্দ্র বর্মন, আলিপুরদুয়ারে দশরথ তিরকে এবং কোচবিহারে পরেশ অধিকারীকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে