মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০৭:১৩:১৭

বেশ কিছু চমক নিয়ে মমতা ব্যানার্জীর প্রার্থী তালিকা ঘোষণা

বেশ কিছু চমক নিয়ে মমতা ব্যানার্জীর প্রার্থী তালিকা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কিছু চমক-সহ লোকসভা ভোটের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা ব্যানার্জী। নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম জানালেন তৃণমূল নেত্রী।

বিদায়ী সাংসদদের মধ্যে মমতা এ বার টিকিট দিলেন না সুব্রত বক্সী, ইদ্রিস আলি, সুগত বসু, সন্ধ্যা রায়, তাপস পালকে। টিকিট পেলেন না তাপস মণ্ডল, উমা সরেন, পার্থপ্রতিম রায়। দুই সাংসদ সৌমিত্র খান এবং অনুপম হাজরা কিছু দিন আগেই দল থেকে সাসপেন্ড হয়েছেন। দু’জনেই এখন বিজেপিতে।

নতুন প্রার্থীদের মধ্যে আছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। ১০ বছর পর আবার লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়বেন সুব্রত মুখার্জী। সুব্রতর পঞ্চায়েত দফতর চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে দেওয়া হল বলে সাংবাদিক সম্মেলন থেকেই ঘোষণা করেন মমতা।

রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া লোকসভায় তৃণমূল প্রার্থী হলেন। টিকিট পেলেন মালা রায়, অসিত মাল। কিছু দিন আগে দুষ্কৃতীর গুলিতে নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাসকে রানাঘাট থেকে প্রার্থী করলেন মমতা।

একনজরে প্রার্থী তালিকা....

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে