মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ০৯:০২:৫২

‘ভারতের হাতে রাফালে থাকলে ধ্বংস হত পাকিস্তানের অর্ধেক যুদ্ধবিমান’

‘ভারতের হাতে রাফালে থাকলে ধ্বংস হত পাকিস্তানের অর্ধেক যুদ্ধবিমান’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান সেনার কাছে যদি এখন রাফালে থাকত তাহলে পাকিস্তানের কাছে থাকা ২৪টি যুদ্ধবিমানের মধ্যে ১২ টাই ধ্বংস হয়ে যেত। বিমান সেনার আরও স্কোয়াড্রনের প্রয়োজন আছে বলে উল্লেখ করার সঙ্গে সঙ্গে মঙ্গলবার এই দাবিই করলেন ভারতের সাবেক বিমান সেনা প্রধান এয়ারমার্শাল এ ওয়াই টিপনিস।

মঙ্গলবার দিল্লিতে একটি সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজিত নিরাপত্তা বিষয়ক সামিটে উপস্থিত হয়ে সাবেক বিমান সেনা প্রধান বলেন, “জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং অবন্তিপোরা বেসক্যাম্পে হামলা চালানোই লক্ষ্য ছিল পাকিস্তানের ২৪টি বিমানের। তখন যদি ভারতের হাতে রাফালে থাকত তাহলে ভারতীয় বিমান সেনা কমপক্ষে ১২টি বিমানকে ধ্বংস করতে পারত। রাফালে ভারতীয় বিমান সেনার মানসিক জোর আরও বাড়িয়ে দেবে।”

সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করতে উপযুক্ত কৌশল দরকার বলেও অভিমত প্রকাশ করেন এয়ার মার্শাল টিপনিস। বলেন, “আর চুপ করে থাকবে না ভারত। তবে তার জন্য এটাও লক্ষ্য রাখতে হবে, সরকার বদলে গেলেও জঙ্গি দমনের কৌশলে যেন কোন পরিবর্তন না আসে। একটি নির্দিষ্ট পথে যেন তা এগিয়ে চলে।”

ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার জের যাতে দু’দেশের খেলা বা সংস্কৃতিতে না পড়ে তার জন্য সওয়াল করেছেন অনেকে। কেউ কেউ আবার খেলা ও সংস্কৃতির মাধ্যমেই সম্পর্কের উন্নতি হবে বলে জোরাল দাবিও তুলেছেন। কিন্তু, দেশ সেই পথে হাঁটুক তা চান না সাবেক বিমান সেনা প্রধান। 

উলটে দুদেশের মধ্যে হওয়া সমস্ত সাংস্কৃতিক ও খেলা সংক্রান্ত চুক্তি বাতিল করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার পক্ষে জোরাল সওয়াল করেন তিনি। জঙ্গিদের মদত দেওয়ার জন্য প্রতিবেশী দেশকে কটাক্ষ করে বলেন, পাকিস্তানের আইন নিয়ন্ত্রণ করে জঙ্গিরাই। বর্তমানে পাকিস্তানের মাটিতে তারা লোক জোগাড়ের মুডে রয়েছে। জঙ্গিদের বাড়বাড়ন্ত ঠেকাতে এই ধরনের পরিবেশ ধ্বংস করা উচিত পাকিস্তান সরকারের।

একই সুরে পাকিস্তানকে আক্রমণ করেন ভারতের সাবেক সেনাপ্রধান বিক্রম সিং-ও। তিনি বলেন, পাকিস্তান কখনওই যা মুখে বলবে তা করবে না। তাই ভারতের উচিত পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিগুলিতে মৌচাকে যেমন হামলা চালানো হয় সেরকম হামলা করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে