বুধবার, ১৩ মার্চ, ২০১৯, ০৬:২২:১৯

শেষ ম্যাচেও গর্জে উঠলেন উসমান খাজা! জয়ের জন্য ভারতের দরকার..

শেষ ম্যাচেও গর্জে উঠলেন উসমান খাজা!  জয়ের জন্য ভারতের দরকার..

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও গর্জে উঠলেন উসমান খাজা। দিল্লিতে আজ সিরিজ নির্ধারণী ওয়ানডে সহ শেষ তিন ইনিংসে এই ওপেনারের স্কোর ১০০। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ তাদের জয়ের নিশ্চয়তা দিতে পারছে কোথায়! 

ভালো শুরু করেও ইনিংসের মাঝে ও শেষে ভালো করতে পারেনি অ্যারন ফিঞ্চের দল। ৯ উইকেটে ২৭২ রানেই থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার খাজা-ফিঞ্চ। ১৫ তম ওভারে ফিঞ্চ (২৭) ফেরার আগে দুজনের জুটিতে উঠেছে ৭৬ রান। পিটার হ্যান্ডসকম্ব এসে খাজার সঙ্গে গড়েছেন বড় সংগ্রহের ভিত। 

দ্বিতীয় উইকেটে তাদের ৯৯ রানের জুটি অস্ট্রেলিয়াকে পৌঁছে দেয় ৩২.৫ ওভারে ১ উইকেটে ১৭৫ রানে। ঠিক তার পরের বলেই ভুবনেশ্বর কুমারের বলে আউট হওয়ার আগে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ বলে ১০০ রান করেন খাজা। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও (৩৮৩ রান) গড়লেন তিনি।

খাজা এই পথে টপকে গেলেন ২০১৪ সালে কেন উইলিয়ামসনের গড়া ২৬১ রানের মাইলফলক। কিন্তু খাজার গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ পায়নি অস্ট্রেলিয়া। উল্টো এই ওপেনারকে তুলে নেওয়ার পর ধীরে ধীরে ম্যাচে ফিরেছেন ভারতের বোলাররা। 

পরের নয় ওভারের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল (১), হ্যান্ডসকম্ব (৫২) আর অ্যাশটন টার্নারকে (২০) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন তাঁরা। মোহালিতে ঝড় তোলা টার্নার আজও ১ ছক্কা ও ২ চারে তেমন শুরু করলেও তাকে থামান কুলদ্বীপ যাদব। টার্নার আউট হওয়ার পর ৪২তম ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২১৭। 

অর্থাৎ ওভার প্রতি ৫.১৬ করে রান রেট। অথচ খাজা আউট হওয়ার আগেও ওভারে গড়ে সাড়ে পাঁচ করে রান রেট ছিল অস্ট্রেলিয়ার। ৪০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান তোলা অস্ট্রেলিয়া শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৭০ রান। ৪৮ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে