শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯, ০৬:৫০:৩৩

মরার ভান ধরে প্রাণে বেঁচে ফেরেন এই মুস্তফা

মরার ভান ধরে প্রাণে বেঁচে ফেরেন এই মুস্তফা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুম্মার নামাজের সময় বন্দুকধারীর হামলার সময় পায়ে গুলি লাগার পর মরার ভান ধরে প্রাণে বেঁচেছেন মুস্তফা বোজাতাস নামে এক ব্যক্তি।

মুস্তফা বোজাতাস দেশটির ‘স্টাফ’ পত্রিকাকে জানান, পায়ে গুলি লাগার পর মরার ভান ধরে শুয়ে ছিলেন। শুক্রবার গুলি শুরুর আগে মুস্তাফা ধর্মীয় বয়ান শুনছিলেন। হঠাৎ বিকট শব্দে ভড়কে যান তিনি।

তিনি বলেন, সবাই দেখলাম ছোটাছুটি করছে। খুব ভয় পেয়ে যাই। রুমের একদিকে পালানোর চেষ্টা করি। হঠাৎ পায়ে গুলি লাগে। মাটিতে পড়ে যাই। মরার মতো শুয়েছিলাম। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। মনে হচ্ছিল শহিদ হয়ে যাব।

গুলি থামার পর মুস্তফা মাথা উঁচু করেন। দেখেন আরেকজন জানালা দিয়ে পালাচ্ছেন। তার সঙ্গে তিনিও পালিয়ে যান।

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী হামলার মুহুর্তগুলো সরাসরি ফেসবুকে লাইভ করছিলেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ সে ভিডিও দেখে শিওরে উঠেছিল। 

পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র নয়, নিউজিল্যান্ডের মত শান্ত ও নিরাপদ রাষ্ট্রের জন্য এ ঘটনা একইসঙ্গে বিষ্ময়কর ও নজিরবিহীন। ইউরোপে ইসলামপন্থী জঙ্গিদের হামলার প্রতিশোধ নিতে ৪৯ জন নিরিহ মানুষ হত্যা করেছে এই বন্দুকধারী। 

একইসঙ্গে নিজের হেলমেটে লাগানো গো-প্রো ক্যামেরা দিয়ে তা ভিডিও করেছে ও লাইভ সম্প্রচার করেছে। এতে দেখা যায়, প্রথমে গাড়ি থেকে নামে ওই বন্দুকধারী। তখন গাড়িতে গান চলছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে