শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯, ১০:২০:২৬

এটি সন্ত্রাসী হামলা নয় 'সহিংস সতর্কতা': একি বললেন অসি সিনেটর!

এটি সন্ত্রাসী হামলা নয় 'সহিংস সতর্কতা': একি বললেন অসি সিনেটর!

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন। আর এসব ঘটনার কারণ হিসেবে দেশটির ইমিগ্রেন্টকে দায়ী করেছে অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার আনিং।

তিনি এ হামলাকে সন্ত্রাসী ঘটনার পরিবর্তে এটিকে 'সহিংস সতর্কতা' বলেছেন। হামলা নিয়ে আনিং এক বিবৃতিটি বলেছেন, মুসলিমদের উপস্থিতি বাড়ার ফলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয় সম্প্রদায়ের ভয়কে বাড়িয়ে তুলছে।

ডানপন্থী সন্ত্রাসবাদ, বন্দুক আইন বা ক্রমবর্ধমান বর্ণবাদকে ননসেন্স বলে উল্লেখ করেন। তিনি এ রক্তপাতের কারণ হিসাবে বলেন, নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ব্যবস্থা মুসলিম ধর্মান্ধদের অনুমোদন দিয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘটনার নিন্দা জানাননি। তবে এটিকে তিনি ন্যক্কারজনক উল্লেখ করেছেন। ফ্রেসার আনিং হত্যার কারণ হিসেবে যা বলেছিলেন- তার প্রতিবাদ জানিয়ে মরিসন টুইটারে বলেন, তার এ ধরনের বক্তব্য ন্যক্কারজনক।

তিনি বলেন, এ ধরনের মতামত অস্ট্রেলিয়াতে কোনো স্থান নেই। এটা অস্ট্রেলীয় সংসদ। মারাত্মক দুই হামলাকারীর মধ্যে একজন সন্দেহভাজন অস্ট্রেলিয়ান নাগরিক। শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে