আন্তর্জাতিক ডেস্ক: মসজিদে হামলাকারী সন্ত্রাসী ২৮ বছর বয়সী ব্রেন্টন হ্যারিসন টারান্ট এর ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। শনিবার তাকে হত্যার অভিযোগে ক্রাইস্টচার্চের আদালতে হাজির করা হয়। আগামী ৫ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার পর আবারও সাউথ আইল্যান্ড সিটির হাইকোর্টে উপস্থিত করা হবে টারান্টকে। আল জাজিরা, বিবিসি, এনডিটিভি
শনিবার সাদা রঙয়ের বন্দিদের পোশাকে, খালিপায়ে এবং হাতকড়া পরিয়ে টারান্টকে আদালতে হাজির করা হয়। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা জানিয়েছে, গণমাধ্যমকর্মীরা শুনানি চলাকালে তার ছবি তোলার সময় তিনি হাসছিলেন এবং শে^তাঙ্গ আধিপত্যের চিহ্ন দেখাচ্ছিলেন। পুরো শুনানি চলাকালে ট্যারান্ট চুপ করে পাবলিক গ্যালারিতে অবস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দাঁড়িয়ে ছিলেন।
এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন টারান্টের কাছে ৫টি বন্দুক ও অস্ত্রের লাইসেন্স ছিল উল্লেখ করে বলেন, টারান্ট ডানেডিনের অধিবাসী ছিলেন। গ্রেফতারকৃত অন্য দুই অভিযুক্তের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।