শনিবার, ১৬ মার্চ, ২০১৯, ০১:১২:০১

জঙ্গিবিমান থেকে শতাধিক স্থানে বোমা হামলা

 জঙ্গিবিমান থেকে শতাধিক স্থানে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার শতাধিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় এসব হামলা চালিয়েছে।

শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর পক্ষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু`টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়।

এদিকে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

তারা বলছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ফিলিস্তিনে বিমান থেকে বোমা ফেলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।

সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে