শনিবার, ১৬ মার্চ, ২০১৯, ০৩:২০:৩৩

ভারতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৬ বিজ্ঞানী!

ভারতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৬ বিজ্ঞানী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ১৬ বিজ্ঞানী! গবেষণার কাজে ব্যবহৃত একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ভারতের দক্ষিণী রাজ্য কর্নাটকের মাঙ্গালুরু উপকূলের কাছে সাগর সম্পদা গবেষণাকারী জাহাজে আগুন লাগে।

শিপিং কোম্পানি অফ ইন্ডিয়া বা এসসিআই-এর ওই জাহাজে সেই সময় ছিলেন ১৬ জন বিজ্ঞানী এবং ৩৬ জন জাহাজকর্মী। খবর পেয়ে তত্‍ক্ষণাত্‍ উপকূল রক্ষীবাহিনী সুজয় এবং বিক্রম নামে দুটি জাহাজ পাঠায় ঘটনাস্থলে।

উপকূল রক্ষীবাহিনীর জওয়ানরা আগুন নিভিয়ে বিজ্ঞানী এবং জাহাজের কর্মীদের নিরাপদে উপকূলে ফেরত নিয়ে আসে। সাগর সম্পদার আগুন নেভানোর পর সেটিকে নিউ মাঙ্গালুরু বন্দরে নিয়ে যাওয়া হয়।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, যে জাহাজটিতে আগুন লেগে যায় সেটি শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন। নাম-সাগর সম্পদ। জাহাজটিতে ৩৬ জন কর্মী ছাড়াও আরও ১৬ জন বিজ্ঞানী ছিলেন। উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে ছবিসহ একটি টুইটও করা হয়।

জানা গেছে, সামুদ্রিক জীবজগত এবং মাছেদের জীবনযাত্রা নিয়ে গবেষণা চালাচ্ছিল জাহাজটি। যদিও, নিউ ম্যাঙ্গালোর হারবারে বর্তমানে রাখা এই ‘সাগর সম্পদ’ নামের জাহাজটিতে কেন আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে