রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৬:০৬:২৬

বোমা রাখা হয়েছে, আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

বোমা রাখা হয়েছে, আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দুনেদিন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেন। সন্দেহজনক ওই প্যাকেটে শক্তিশালী বোমা রাখা হয়েছে এমন গুঞ্জনের পরই বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দেয়া হয়। 

রাশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম আরটি জানায়, স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে বিমানবন্দরের এক কর্মী কাজ করার সময় ওই প্যাকেটটি দেখতে পান। তাৎক্ষণিকভাবেই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হওয়ার ঘটনার জেরে বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ডের হামলায় নিহত ৪৯ জনের অনেকেই শরণার্থী হিসেবে দেশটিতে গিয়েছিলেন। নিজ দেশে হওয়া সহিংসতা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েও, সহিংস ঘটনাতেই প্রাণ দিতে হয়েছে তাদের। 

নিহতদের মধ্যে আছেন যেমন আছেন হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া শিক্ষক, তেমন আছেন গুলি থেকে অন্যদের রক্ষার জন্য বুক পেতে দেওয়া অবসরপ্রাপ্ত প্রকৌশলী। প্রাণ গেছে ৩ বছর বয়সী শিশু থেকে শুরু করে স্বামীকে বাঁচাতে ছুটে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত নারীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে