রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৭:০০:২৮

টুইটারে নাম পাল্টে লিখলেন 'চৌকিদার নরেন্দ্র মোদি'

টুইটারে নাম পাল্টে লিখলেন 'চৌকিদার নরেন্দ্র মোদি'

আন্তর্জাতিক ডেস্ক : টুইটারে নিজের নাম পাল্টে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন ‘চৌকিদার নরেন্দ্র মোদি’ হিসেবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি টুইট একাউন্টে নিজের নাম এভাবে পাল্টে ফেলেছেন। 

একই পথ অনুসরণ করছেন বিজেপির আরো নেতারা।  যেমন বিজেপি সভাপতি অমিত শাহ এখন ‘চৌকিদার অমিত শাহ’। একই কাজ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়াল, জগত প্রকাশ নাড়ড়া, হর্ষ বর্ষন ও ধর্মেন্দ্র প্রধান। সবাই টুইট একাউন্টে নিজের নামের আগে চৌকিদার শব্দটি জুড়ে দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদি তার ‘ম্যায় ভি চৌকিদার হু’ প্রচারণা শুরু করেন টুইটের মাধ্যমে। তিনি টুইটে লিখেছেন, আপনাদের চৌকিদার অটল আছেন এবং দেশের সেবায় মগ্ন। টুইটে নাম পাল্টে ফেলার সঙ্গে যুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত বিজ্ঞাপনী ভিডিও। 

তাতে দেখানো হয়েছে বিভিন্ন শ্রেীণর মানুষ মোদির মতো দেশের সেবা দেয়ার জন্য চৌকিদারে পরিণত হচ্ছেন। অমিত শাহ একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখানো হয়েছে, লোকজন তাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন। 

উল্লেখ্য ভারতের নির্বাচনে চৌকিদার শব্দটি চালু হয় ২০১৪ সালের সাধারণ নির্বাচনে। সে সময় নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি জনগণের অর্থ ও তাদের আস্থা রক্ষার জন্য চৌকিদারের মতো কাজ করবেন। 

নরেন্দ্র মোদি শনিবার এক টুইটে বলেছেন, তিনি একাই দেশের সেবা করছেন এমন না। যারাই এ কাজ করছেন তারা সবাই এক একজন চৌকিদার। তার টুইট অনুযায়ী, প্রত্যেকে, যারা দুর্নীতি, ময়লা আবর্জনা, সমাজের দুষ্টচক্রের বিরুদ্ধে লড়াই করছেন তারা সবাই এক একজন চৌকিদার। 

তিনি আরো লিখেছেন, ভারতের অগ্রগতির জন্য যারাই কঠোর পরিশ্রম করছেন তারাই চৌকিদার। এখন প্রতিজন ভারতীয় বলছেন ‘ম্যায় ভি চৌকিদার’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে