রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৭:০৮:১৬

দিল্লির মসজিদগুলো নজরে রাখার আরজি বিজেপির

দিল্লির মসজিদগুলো নজরে রাখার আরজি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের কাছে মসজিদগুলিতে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বিজেপির দিল্লি প্রদেশ শাখা।

মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদগুলিতে যাতে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা কোনও ধর্মীয় উত্তেজনামুলক বক্তব্য রেখে ভোটারদের প্রভাবিত করতে না পারেন, তা নজরে রাখার আরজিও জানানো হয়েছে। 

বিজেপির দিল্লি শাখার আইনি সেলের প্রধান নীরজ দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লিখে পর্যবেক্ষক নিয়োগের এই দাবি জানিয়েছেন। 

এ ব্যাপারে সংবাদমাধ্যমে নীরজ বলেছেন, নির্বাচনের মুখে আম আদমি পার্টি ভোটারদের ধর্মের নামে ভাগ করতে জোরদার প্রচার করছে। সংখ্যালঘুদের ভাবাবেগ উসকে দিতে মুসলিম অধ্যুষিত এলাকায় ক্রমাগত উত্তেজক বক্তব্য দিয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের একটি উত্তেজক বক্তৃতার লিঙ্কও নির্বাচন কমিশনে পাঠিয়েছেন নীরজ। 

তবে বিজেপির ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। তাঁর বক্তব্য, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ভোট নেওয়ার যে কোনও চেষ্টার বিরুদ্ধে আমরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে