রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ০৮:২৫:০৪

৩০ হাজার ডলার পাচ্ছেন সিনেটরের মাথায় ডিম ভাঙা সেই বীর কিশোর!

৩০ হাজার ডলার পাচ্ছেন সিনেটরের মাথায় ডিম ভাঙা সেই বীর কিশোর!

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলা নিয়ে বিরূপ মন্তব্য করায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বর্ণবাদী সিনেটর ফ্রাসের অ্যানিঙের মাথায় ডিম ভেঙে হিরো বনে যাওয়া কিশোর উইল কনোলির জন্য রবিবার পর্যন্ত সংগৃহীত হয়েছে ৩০ হাজার ডলারের তহিবল।

অস্ট্রেলিয়ার ‘গোফান্ডমি’ নামে একটি ফেসবুক পেজের উদ্যোগে এ তহবিল সংগৃহীত হয়।

শনিবার মেলবোর্নের একটি ইভেন্টে অংশ নিতে গেলে ফ্রাসের অ্যানিঙের মাথায় ডিম ভেঙে প্রতিবাদ করে ১৭ বছর বয়সী উইল কনোলি।

শুক্রবারের নিউজিল্যান্ডের দুটি মসজিদে এক উগ্রবাদী সন্ত্রাসীর হমালায় ৫০ মুসলিম নিহত হয়।

এ হত্যাযজ্ঞের পর অ্যানিং টুইটারে বলেন, ‘আজ (শুক্রবার) হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড দুই দেশেই আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়কে সামনে নিয়ে এসেছে।’

এমন মন্তব্য করে নিজ দেশেই তোপের মুখে পড়েন অ্যানিং। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী পর্যন্ত তার সমালোচনা করেন।

এরপর শনিবারে ‘ডিম প্রতিবাদে’র মুখোমুখি হন তিনি। তখন ওই কিশোর ভিডিও করছিল। পেছন থেকে হঠাৎ সে ডিম দিয়ে আঘাত করে। সিনেটরও পাল্টা আক্রমণ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চড় মারতে দেখা গেছে।

এরপর থেকে প্রশংসায় ভাসছে ওই কিশোর। তুরস্কের এক দর্শনের অধ্যাপক তাকে দেশটিতে আমন্ত্রণ জানিয়ছে ১০ দিনের জন্য। যেকোনো পাঁচ তারকা হোটেল যেকোনো পরিমাণ খরচের স্বাধীনতা তাকে দেওয়া হবে বলে জানিয়ছেন তিনি।

এ ছাড়া অস্ট্রেলিয়ার সমাবেশেও তাকে অংশ নিতে ও বক্তৃতা দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে