সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৯:৫১:০৭

মসজিদে হামলাকারী সেই ব্যাক্তিকে ক্ষমা করে দিলেন স্ত্রী হারানো বাংলাদেশী ফরিদ!

মসজিদে হামলাকারী সেই ব্যাক্তিকে ক্ষমা করে দিলেন স্ত্রী হারানো বাংলাদেশী ফরিদ!

আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় ফরিদ আহমেদকে উদ্ধার করতে এসে প্রাণ হারান স্ত্রী হুসনা বেগম। এরপরেও ওই খিষ্টান জঙ্গির প্রতি কোনো ঘৃণা পোষণ করছেন না তিনি।

তার মতে, ক্ষমাই হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় উপায়। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমি বলবো যে একজন ব্যক্তি হিসেবে তাকে ভালোবাসি।

২৮ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীকে তিনি ক্ষমা করবেন কিনা জানতে চাইলে বলেন, অবশ্যই। ক্ষমা, উদারতা, ভালোবাসা, যত্ম ও ইতিবাচকতাই হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো দিক।

সেদিন জুমার নামাজে এসে শ্বেতাঙ্গ জঙ্গি হামলায় অন্তত অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। তাদের মধ্যে হুসনা বেগমও একজন। যখন নির্বিচার গুলি করছিল হামলাকারী তখন নারী ও শিশু হল থেকে অনেককে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন তিনি। ফরিদ আহমেদ বলেন, তার স্ত্রী চিৎকার করে করে সবাইকে পালানো পথ দেখাচ্ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে