সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ০৪:৫৬:১৮

দুরারোগ্যে আক্রান্ত পারভেজ মোশাররফ হাসপাতালে

দুরারোগ্যে আক্রান্ত পারভেজ মোশাররফ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৫ বছর বয়সী এ পাক রাজনীতিক দুরারোগ্যে আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর দ্য ডনের।

বেশ কিছু দিন ধরেই তার শরীরটা ভালো যাচ্ছিল না। গত শনিবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

পারভেজ মোশাররফ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট। ক্ষমতা ছাড়ার পর নানা কারণেই অলোচিত সমালোচিত তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের জন্য পারভেজ মোশাররফকে দায়ী করা হয়। 

১৯৯৯ সালের ১২ই অক্টোবর তারিখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। পরে ২০০১ সালের ২০ শে জুন তারিখে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন।

মোশাররফের জন্ম হয়েছিলো দিল্লীতে ১৯৪৩ সালে, তিনি করাচী এবং তুরস্কের ইস্তানবুলে বড় হন। ১৮ আগষ্ট ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে