আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে ফের বন্দুকধারীর হামলায় আতঙ্ক ছড়াল ইউরোপে। নেদারল্যান্ডের ডাচ সিটি অব ইউট্রেটে এই ঘটনা ঘটে।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রামের (যাত্রীবাহী যান) ভিতর ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এসময় অনেক যাত্রী আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। হামলার পরই পালিয়ে যায় বন্দুকধারী।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। এ হামলার পর স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়, কিন্তু তার মধ্যই আবার ঘটে গেল নেদারল্যান্ডে এই ঘটনা।