শুক্রবার, ২২ মার্চ, ২০১৯, ১২:০৭:৩৯

নিউ জিল্যান্ডের সেই মসজিদে আজ মুসল্লিদের ঢল

নিউ জিল্যান্ডের সেই মসজিদে আজ মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: ঠিক এক সপ্তাহ আগে এই দিনে এই সময়ে শ্বেতাঙ্গ জঙ্গি ঘাতকের বন্দুকের নলে থমকে গিয়েছিল পুরো ক্রাইস্টচার্চ। আর এক সপ্তাহ পরে সেই ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের মুসল্লিদের ঢল। আবেগময় পুরো ক্রাইস্টচার্চ।

শুক্রবার (২২ মার্চ) হামলার পর প্রথম জুমার নামাজ আদায় করা হয় সেখানে। সেখানে হাজার হাজার মানুষ জুমার নামাজ আদায় করেন। শুধু মুসল্লি নয় শত শত অমুসলিমরাও সেখানে তাদের সাথে সংহতি জানাতে হাজির ছিলেন। মসজিদের পাশে হ্যাগলি পার্কেও মুসল্লি ছাড়িয়ে যায়। জুমার নামাজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে বহু মুসলিম নিউ জিল্যান্ডে এসেছেন।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাও সেখানে সংহতি প্রকাশ করেছেন। জুমার নামাজের আযান জাতীয়ভাবে সম্প্রচার করা হয়। দেখানো নামাজ আদায়ের দৃশ্যও। নামাজ পড়তে আসা লোকজনকে ভরসা দিতে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যা।

নামাজের আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩২ মিনিটে নিহতদের স্মরণে ২ মিনিটের নীবরতা পালন করা হয়। এরপর আল নুর মসজিদের ইমাম জামাল ফুদা কয়েক শ মুসল্লির উদ্দেশ্যে আবেগময় ভাষণ দিয়েছেন।

তিনি বলেছেন, ‘নিউ জিল্যান্ড ভাঙার নয়, আমাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু আমরা ভেঙে যাইনি। আমরা সবাই এক। আমাদের দৃঢ় হতে হবে যে, কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় হামলা চালায় মুসলিম বিদ্বেষী উগ্র শ্বেতাঙ্গ জঙ্গি। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী। ঘাতকের বুলেটে নিহত হন ৫ বাংলাদেশিসহ ৫০ জন। আহত হন আরও অর্ধশত।

এ ঘটনায় সেখানে অবস্থান করা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তারা ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা মসজিদে প্রবেশের মুহূর্তে এই হামলা চালানো। ক্রিকেটাররা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। দৌঁড়ে সেখান থেকে নিরাপদে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে