সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৮:৪১

যে কারণে মারা গেছে ৩৩০০০ পরমাণু-কর্মী

যে কারণে মারা গেছে ৩৩০০০ পরমাণু-কর্মী

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধে জয়ী হতে গিয়ে ৩৩ হাজারের বেশি মার্কিন পরমাণু কর্মীকে জীবন দিতে হয়েছে। আমেরিকার মাটিতেই মাত্রাতিরিক্ত বিকিরণের শিকার হয়ে গত সাত দশকে মারা গেছে এসব হতভাগ্য পরমাণু কর্মী। এক বছর ধরে চালানো অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আমেরিকার ১৫টি অঙ্গরাজ্যে ৩০টি দৈনিক প্রকাশনার সঙ্গে জড়িত ম্যাকক্ল্যাচি নামের একটি সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়েছে, সাত দশকে অন্তত ৩৩,৪৮০ জন পরমাণু কর্মী বিকিরণের কারণে মারা গেছে। এবারই প্রথম এ মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হলো। ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা মৃত্যুর সংখ্যার চেয়ে এ সংখ্যা চারগুণ বেশি। একে উদ্বেগজনক বলে অভিহিত করেছে ম্যাকক্ল্যাচি। অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্য অধিকার আইনের আওতায় মার্কিন শ্রম দফতর থেকে এ সংক্রান্ত সাত কোটির বেশি ডাটাবেজ নেয়া হয়েছে। আর এতে মার্কিন পরমাণু অস্ত্র স্থাপনাগুলোতে চড়া মানবিক মূল্য দেয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। মার্কিন পরমাণু অস্ত্রভাণ্ডার নির্মাণে এক লাখ ৭,৩৯৩ জন কর্মী জড়িত ছিলেন। ডাটাবেজ থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত সাত দশকে ক্যান্সারসহ অন্যান্য মারাত্মক রোগে ভুগেছেন তারা। অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরিতে মার্কিন কেন্দ্রীয় সরকার এ বিষয়ে তথ্য ব্যবহার করেছে। এছাড়া, ১০০ পরমাণু কর্মী, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীর সাক্ষাৎকারও গ্রহণ করা হয়েছে। আমেরিকা যখন নিজের পুরনো পরমাণু অস্ত্রভাণ্ডার উন্নয়নের প্রস্তুতি নিয়েছে তখন এ প্রতিবেদন প্রকাশিত হলো। আগামী ৩০ বছরে এসব অস্ত্রের উন্নয়ন ঘটানো হবে এবং এ খাতে ব্যয় হবে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি। তার জন্য আবার নতুন করে কী পরিমাণে মানবিক মূল্য দিতে হবে সে বিষয়ে এখনো কোনো আভাস দেয়া হয় নি। ১৫, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে