রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ১২:৫২:২৭

বিশ্বনবিকে নিয়ে আপত্তিকর মন্তব্যে জরিমানাসহ ১০ বছরের জেল

বিশ্বনবিকে নিয়ে আপত্তিকর মন্তব্যে জরিমানাসহ ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বের বহু দেশে ইসলাম ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অসম্মানজনক ও আপত্তিকর মন্তব্য এবং কার্টুন তৈরি করে বিতর্কের জন্ম দেয় অনেক মানুষ। এ ঘৃণ্য কাজ থেকে মানুষকে বিরত রাখতে মালয়েশিয়া সরকার তার দেশে জরিমানাসহ কারাদণ্ডের আইন জারি করেছে।

এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সম্প্রতি জরিমানাসহ ১০ বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যক্তি ইসলাম ও বিশ্বনবি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। একই ধরনের অভিযোগে তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় ইসলামের অবমাননা ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। ফলে দেশটিতে ইসলাম ও বিশ্বনবির অবমাননাকর কমতে সহায়ক হবে এ আইন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে