রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০৯:০৭:০৩

অল্পের জন্য দ্বিতীয় দফা মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

অল্পের জন্য দ্বিতীয় দফা মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য দ্বিতীয় দফা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তাম। শনিবার বলখ প্রদেশে তার গাড়িবহরে হামলা হয়। এতে এক দেহরক্ষী নিহত হয়েছেন। গত বছর নির্বাসন থেকে দেশে ফেরার পর এটা তার ওপর দ্বিতীয় হামলা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
বলখ প্রদেশের মাজার ই শরিফ থেকে তার গাড়ি বহর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানে যাচ্ছিল। তার দল জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমেদ তায়েঞ্জ বলেছেন, এ সময় হামলাকারীরা তাদের গাড়িবহরকে চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।

এমন পরিকল্পিত হামলার বিষয়ে দস্তাম সচেতন ছিলেন। তা সত্ত্বেও তিনি যেকোনো উপায়ে ওই যাত্রা শুরু করেন। 

তাকে হত্যার উদ্দেশ্যে চালানো এমন হামলার দায় স্বীকার করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী এক হামলায় আট মাস আগে দস্তাম আহত হয়ে বেঁচে যান। তবে এবারের হামলায় তালেবানের চারজন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন। এ তথ্য প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে