সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ১২:৩০:১৪

গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান আরব লীগের

গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান আরব লীগের

আন্তর্জাতিক ডেস্ক:গোলান মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরবলীগ।রোববার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আরব লীগের ৩০তম সম্মেলনে উপস্থিত নেতারা ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি পর্যালোচনা করেন। সর্বসম্মতক্রমে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়।

এ বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরেরও কঠোর নিন্দা জানায় আরব লীগ।

সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আরব দেশগুলোর কাছে ফিলিস্তিন ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে।

পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এমন কোনো সিদ্ধান্তও প্রত্যাখ্যাত হবে বলে জানান তিনি।
আন্তর্জাতিক রেজল্যুশন অনুযায়ী সিরিয়া ও ফিলিস্তিনের সার্বভৌমত্বে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন সৌদি বাদশাহ।

আরব লীগের সম্মেলনে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বাজি কয়েদ আল ইসাবসি বলেন, আরব লীগের এ সম্মেলনে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা পূণর্বব্যক্ত করছি।

তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যাটি আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন মেনেই সমাধান করতে হবে। যে সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এ অঞ্চলে শান্তি ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। যার রাজধানী হবে অধিকৃত জেরুজালেম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে