আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সীমান্তের গা ঘেঁষে উড়ে গেল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান এবং চারটি ড্রোন। তাদের তাড়া করে ফেরত পাঠাল ভারতীয় বিমান সেনার সুখোই-৩০ ও মিরাজ ফাইটার জেট।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত তিনটা নাগাদ সেনা র্যাডারে পাঞ্জাব সীমান্তের খুব কাছে পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেট এবং তার সঙ্গে ৪টি ড্রোনের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করে সতর্কতা জারি হয়।
শত্রুপক্ষের বিমান ও ড্রোনগুলিকে তাড়া করতে আকাশে ওড়ে ভারতে বিমানসেনার ফাইটার জেট। বিপদ আঁচ করে তড়িঘড়ি ফিরে যায় পাকিস্তানি যুদ্ধবিমান।
উল্লেখ্য, গত ১৩ মার্চও ভারতীয় বিমান সেনার র্যাডারে পুঞ্চ সেক্টরে পাক এয়ার ফোর্সের দুটি ফাইটার জেটের উপস্থিতি নজরে পড়ে। জেটগুলি নিয়ন্ত্রণরেখার ১০ কিমি ভিতরে প্রবেশ করেছিল বলে অভিযোগ। সরকারি সূত্রের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছে গভীর রাতে ফাইটার জেটের সুপারসোনিক বুম শোনা গিয়েছিল।
১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ সন্ত্রাসবাদী হানায় ৪০ জন জওয়ান নিহত হওয়ার পরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী ঘাঁটিতে পালটা হামলা চালায় ভারতীয় বিমান সেনার বিমানবহর।