সোমবার, ০১ এপ্রিল, ২০১৯, ০৯:৪৯:১১

আগুন নেভাতে গিয়ে মৃত্যু হলো ৩০ দমকলকর্মীর

আগুন নেভাতে গিয়ে মৃত্যু হলো ৩০ দমকলকর্মীর

আন্তর্জাতিক ডেস্ক : দাবানল নিয়ন্ত্রণে গিয়ে প্রাণ হারালো ৩০ দমকলকর্মী। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এই ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, সিচুয়ানের ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭০০ দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত ওই দাবানল বিস্তৃত ছিলো।

এক উইবো বার্তায় মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছেন। রোববার বিকালে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দমকলকর্মীদের সেঙ্গ যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সিসিটিভি প্রকাশিত এক ফুটেজে কালো ধোয়া ও আগুন উঠতে দেখা যায়। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি তারা।

ঘটনাস্থলে দু’টি হেলিকপ্টারে করে চিকিৎসা সরঞ্জামসহ চিকিৎসক পাঠানো হয়। এর আগে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির পিপলস লিবারেশন আর্মির পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে