আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম-বিরোধী মনোভাব নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউজিল্যান্ডের দুই মসজিদে এক শ্বেতাঙ্গ-শ্বেষ্ঠত্ববাদী সন্ত্রাসীর হামলায় ৫০ জন মুসলিম নিহত হওয়ার এক মাসের মাথায় তিনি এই মন্তব্য করলেন। ইয়ন, টিআরআই ওয়ার্ল্ড
মিশরের রাজধানী কায়রোতে গ্র্যান্ড ইমাম আল-আজহারের সঙ্গে বৈঠকের পর গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে আমরা ক্রমাগত মুসলিম বিদ্বেষ, ইহুদি-বিদ্বেষ, বর্ণবাদ ও প্রবাসীফোবিয়ার উত্থান প্রত্যক্ষ করছি।’ এই সময় তিনি নিউজিল্যান্ডের মসজিদ ও পিটাসবুর্গের সিনাগগের হামলার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘সামাজিক মাধ্যমের মতো মূলধারার মাধ্যমগুলোতেও ঘৃৃণাত্মক মন্তব্য দ্রুত বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাচারী দেশগুলোসহ উদার গণতান্ত্রিক দেশগুলোতেও এটি ছড়িয়ে পড়ছে।’