বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ০১:০০:৪৫

বিশ্বজুড়ে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি নিয়ে জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি

বিশ্বজুড়ে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি নিয়ে জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম-বিরোধী মনোভাব নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউজিল্যান্ডের দুই মসজিদে এক শ্বেতাঙ্গ-শ্বেষ্ঠত্ববাদী সন্ত্রাসীর হামলায় ৫০ জন মুসলিম নিহত হওয়ার এক মাসের মাথায় তিনি এই মন্তব্য করলেন। ইয়ন, টিআরআই ওয়ার্ল্ড

মিশরের রাজধানী কায়রোতে গ্র্যান্ড ইমাম আল-আজহারের সঙ্গে বৈঠকের পর গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে আমরা ক্রমাগত মুসলিম বিদ্বেষ, ইহুদি-বিদ্বেষ, বর্ণবাদ ও প্রবাসীফোবিয়ার উত্থান প্রত্যক্ষ করছি।’ এই সময় তিনি নিউজিল্যান্ডের মসজিদ ও পিটাসবুর্গের সিনাগগের হামলার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘সামাজিক মাধ্যমের মতো মূলধারার মাধ্যমগুলোতেও ঘৃৃণাত্মক মন্তব্য দ্রুত বিস্তার করছে। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাচারী দেশগুলোসহ উদার গণতান্ত্রিক দেশগুলোতেও এটি ছড়িয়ে পড়ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে