বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ০৪:২৫:৫৪

সন্তান প্রসবের কয়েক মিনিট আগে বিয়ে!

সন্তান প্রসবের কয়েক মিনিট আগে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: সন্তান প্রসব করবেন এক মা। চিকিৎসকরা বলে দিয়েছেন, সিজারিয়ান অপারেশন করাতে হবে তার। হাসপাতালে এপয়েন্টমেন্টও করা। এমন অবস্থায় ওই মা তার পার্টনারকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন একজন মেয়রের অফিসে। তাকে বললেন, তাদেরকে বিয়ে পড়িয়ে দিতে। তখনও বিয়ের আংটি প্রস্তুত হয় নি। মেয়র আর কি করবেন! অগত্যা একটি ফিতা বেঁধে দিলেন হাতে। পড়িয়ে দেয়া হলো বিয়ে।

এর কয়েক মিনিট পরেই ওই নারী প্রসব করলেন একটি মেয়ে সন্তান। 

না, এটি কোনো বানানো গল্প নয়। সত্যি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডে। 

পিটি বুতিগিয়েগ তার ফেসবুকে ওই দম্পতির প্রসঙ্গে লিখেছেন। তিনি বলেছেন, ওই দম্পতি হলেন মেরি এবং গাবে। ঘটনার দিন সকাল প্রায় ৮টা ১৫ মিনিটের দিকে তারা পড়িমড়ি করে তার অফিসে ছুটে যান এবং বিয়ে পড়িয়ে দিতে বলেন। ব্যাস, অফিসের স্টাফরা সাক্ষী থাকলেন। তাদের উপস্থিতিতে এই দম্পতির হাতে পরিয়ে দেয়া হলো ফিতা। হয়ে গেল বিয়ে। 

এর ৪৫ মিনিট পরে সিজারিয়ান অপারেশনের সময় নির্ধারণ করা ছিল মেরির জন্য। তিনি অপারেশন থিয়েটারে ডাক্তারদের ছুরির নিচে নিজেকে সঁপে দিলেন। জন্ম দিলেন একটি মেয়ে সন্তান। সন্তানের নাম রাখা হলো জেড ক্যাথেরিন জোনস। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে